
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ শুক্রবার সকালে উপজেলার মারুকা ইউনিয়নের স্ব পাড়া গ্রামে প্রায় একশো হতদরিদ্র নারী পুরুষের মাঝে নিত্যপন্য খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন দ্বিতীয় বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভুইয়া। স্ব পাড়া গ্রামের ঐতিহ্য বাহী পোদ্দার বাড়ির কৃতি সন্তান শ্রী অমর পোদ্দার আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন একই পরিবারের শ্রী তপন পোদ্দার, শ্রী শংকর পোদ্দার ও শ্রী হৃদয় পোদ্দার প্রমুখ। প্রাপ্ত হতদরিদ্রদের তালিকা নির্ণয় করে সহযোগিতা করেন ইউপি সদস্য মোঃ শাহআলম। অন্যান্য মেম্বার বৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাক আহমেদ, মোঃ হাসান, মোঃ ইদ্রিস, মোঃ বজলুর রহমান, মোঃ জাকির হোসেন, মোঃ জসিম উদ্দিন, সংরক্ষিত মহিলা মেম্বার রওশন আরা ইয়াসমিন ও শেফালী বেগম। চাউল,ডাল, তৈল,লবন ও পিঁয়াজ সহ নিত্যপন্যের প্যাকেট পেয়ে হতদরিদ্র পরিবারের লোকজন পোদ্দার পরিবার ও চেয়ারম্যান সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।দুপুরে দ্বিতীয় জনগুরুত্বপূর্ণ কাজের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতার চেয়ারম্যান এ এস এম শাহজাহান ভুইয়া। মনগৈড় থেকে স্ব পাড়া নতুন রাস্তার কাজ মাটি কাটার আগে দোয়া ও মুনাজাত করেন ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন। দাউদকান্দির আলোচিত মুখ দানবীর মরহুম মহিউদ্দিন আহমদ ভুইয়া কর্তৃক প্রতিষ্ঠিত স্ব পাড়ায় হসপিটাল থেকে মনগৈড় পর্যন্ত নতুন রাস্তার কাজ শুরু হওয়ায় এদত এলাকার লোকজন অতি সহজে ইউনিয়ন পরিষদ ও নৈয়াইর বাজারে যাতায়াত করতে পারবেন। নতুন রাস্তার কাজ শুরু উপলক্ষে দোয়া অনুষ্ঠানে সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।