আবু তালহা তোফায়েল,সিলেট : ২৮ ডিসেম্বর মঙ্গলবার মারকাযুল হিদায়া সিলেট-এর সেবামূলক সংগঠন “মারকাযুল হিদায়া ফাউন্ডেশন” ও দেশের পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন বিএম সাবাব ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিক হয়। এতে সিলেট উপশহর সংলগ্ন ২৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত সাদারপাড়া, সৈদানীবাগ ও সবুজবাগ এলাকায় গরীব, অসহায় দুই শতাধিক পরিবারকে এ শীতবস্ত্র প্রদান করা হয়।
মোট চার পর্বে ৪ কেজি ৫০০ গ্রাম ওজনের কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ১২ টা থেকে প্রথম পর্বে মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে অর্ধ শতাধিক মাদরাসা ছাত্রের মাঝে শীতের জ্যাকেট বিতরণ করা হয়। বি.এম সাবাব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বি.এম সাবাবের সভাপতিত্বে মারকাযুল হিদায়া সিলেটের শিক্ষক মাওলানা আব্দুল্লাহ সালমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব নূর মুহাম্মদ শাফিউল কবীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারকাযুল হিদায়া ফাউন্ডেশনের সেক্রেটারি, মারকাযুল হিদায়া সিলেটের পরিচালক মুফতি নূরুযযামান সাঈদ, আব্দুর রকিব চৌধুরী মিসবাহ, মাহফুজুর রহমান, মাওলানা সামিউল ইসলাম, আলহাজ্ব আলিমুদ্দীন, আলহাজ্ব কবির চৌধুরী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাদ জুহর ২য় পর্বে ১৫০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
৩য় পর্বে এলাকার বেশ কিছু পরিবারের নিজস্ব ঠিকানায় কম্বল পৌঁছে দেয়া হয়।
৪র্থ পর্বে শহরের বিভিন্ন স্থানের ভাসমান লোকজনকে তাৎক্ষণিকভাবে স্পটে গিয়ে শীতবস্ত্র দেওয়া হবে।
ফাউন্ডেশনের এমন মহৎ উদ্যোগে এলাকাবাসীকে বেশ প্রফুল্লিত দেখা গেছে।
বি.এম সাবাব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মারকাযুল হিদায়া ফাউন্ডেশনের সেক্রটারিসহ সংশ্লিষ্ট সবাই সকলের কাছে দুআ চেয়েছেন। প্রতিনিয়ত দেশের ভিবিন্ন অঞ্চলে অসহায়দের সেবার এ ধারা অব্যাহত রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।