sliderস্থানীয়

মামার ধর্ষণের শিকার ৯ বছরের শিশু

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে ৬ মার্চ (বুধবার) চাচাতো মামার বিরুদ্ধে ভাগ্নি ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
সুমি (৯) পিতা মোজাফফর আলী,মাতা রোকসানা বেগম, গ্রাম ফুলতলা,থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ। সুমিকে বিভিন্ন সময় লজেন্স,বিস্কিট ইত্যাদি দেয়ার কথা বলে ধর্ষক মাসুদ রানা (৩৫) পিতা মৃত: আব্দুল আউয়াল,মাতা ফাতেমা খাতুন,গ্রাম রামনগর পশ্চিম পাড়া,থানা ফুলবাড়িয়া জেলা ময়মনসিংহ ধর্ষণ করেন।
সুমি ও মাসুদের বর্তমান ঠিকানা টাঙ্গাইলের সখীপুর বিজ্ঞানাগার ৪ নং ওয়ার্ডে।
ঘটনাটি ঘটে ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ বিকেল আনুমানিক চার ঘটিকায়। সুমির মা-বাবা বাড়িতে না থাকায় বাদীর বসতবাড়িতে ঘটনাটি ঘটায়।
মাসুদ সুমিকে বিভিন্ন ভয়-ভীতি দেখানোর কারণে সে ঘটনাটি কাউকে জানায় না কিন্তু ২৯ ফেব্রুয়ারি প্রচন্ড পেটে ব্যথার কারণে ঘটনাটি জানাজানি হয়। আনুমানিক সকাল ৭ ঘটিকার সময় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে সুমিকে ভর্তি করা হয়।
সম্পর্কে মাসুদ রানা সুমির মায়ের মামাতো ভাই আর এই সুযোগে সে প্রায় সুমিদের বাড়িতে যাওয়া আসা করতো।
এ বিষয়ে সুখীপুর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সালাউদ্দিন জানান,আজকে এই বিষয়ে মামলা হয় এবং সাথে সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে সখীপুর পৌরসভা এলাকা থেকে থানার সেকেন্ড অফিসার মাসুদ রানার নেতৃত্বে পুলিশের চৌকস টিম আসামি মাসুদ কে গ্রেফতার করতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Back to top button