
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার মালিগাও ইউনিয়নের মালিগাও গ্রামে দুই হিন্দু পরিবারের মাঝে জায়গার সীমানা নিয়ে বিরোধ, পঞ্চায়েত সহ বিরোধের সমাধান দিলেন মালিগাও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ। ৪ নভেম্বর শনিবার মালিগাও মৌজার ২৬৮ নং জেএল এর ৫৬’৮৮ শতক জায়গা নিয়ে বিরোধের সমাধান করা হয়। সরকারি ও ব্যক্তি মালাকানা জায়গার পরিমাপ করেন সার্ভেয়ার মোঃ আলী নোয়াব ও সহকারী শরীফ হোসেন। এখানে বহু পূর্বেই এই পরিমাপ নির্ধারিত ছিল, কিন্তু সুকুমার চন্দ্র ভৌমিক কর্তৃক শাহআলম সম্প্রতি জমি ক্রয় করেন ওই দলিলে সুকুমারের বড় ভাই বিমল চন্দ্র ভৌমিক স্বাক্ষী হিসেবে স্বাক্ষর করেন। শাহআলমের ক্রয়কৃত জায়গার সীমানায় জায়গার মালিক শংকর চন্দ্র ভৌমিক ও তপন চন্দ্র ভৌমিক। নতুন ক্রয়বিক্রয়ের ফলে সীমানা বিরোধ সৃষ্টি এবং মামলা মোকদ্দমার হাত থেকে রক্ষা করতে পঞ্চায়েত নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেন চেয়ারম্যান মোঃ মোস্তাক আহমেদ। তাঁর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান ডা. দেলোয়ার হোসেন, মীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ভুইঁয়া, মোঃ আলম,আব্দুর রব,নজরুল ইসলাম ভুইয়া, সুনিমউল্ল্যাহ, মাওলানা সাইফুল ইসলাম, আঃ লতিফ, ডা. শ্যামল চন্দ্র ভৌমিক, আঃ গাফফার ভুইয়া,বাদশা মিয়া,আরিফ সরকার, এনামুল হক ভুইয়া, আব্দুর রহমান ও মফিজুল ইসলাম ভুইয়া।