sliderস্থানীয়

মান্দায় ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় রাজিয়া সুলতানা (২২) নামের ৬ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও গোয়ালমান্দা গ্রামের বাছির উদ্দিনের স্ত্রী।
শনিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাজিয়া সুলতানার বাবা আব্দুর রাজ্জাক জানান, প্রায় দুই বছর আগে মেয়েকে গোয়ালমান্দা গ্রামের বাছির উদ্দিনের সঙ্গে বিয়ে দেওয়া হয়। বেশ কিছু দিন ধরে সে অসংলগ্ন আচরণ করছিল। এ কারণে চিকিৎসার জন্য জামাই তাকে রেখে গেছেন। রাজিয়া ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল। মানসিক সমস্যার কারণে শনিবার দুপুরে বাড়ির সবার অজান্তে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button