slider

মান্দায় ৩’শ ভ্যানচালকদের মাঝে এমপি গামার রেইনকোট বিতরণ

আল আমিন স্বাধীন,মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ভ্যানচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬ জুলাই) বিকেলে মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় শ্রমিকলীগ মান্দা উপজেলা শাখার উদ্যোগে আলোচনার সভার আয়োজন করা হয়।

জাতীয় শ্রমিকলীগ মান্দা উপজেলা শাখার আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামা।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সদস্য খলিলুর রহমান বিশ্বাস ও আব্দুল লতিফ শেখ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার মৈত্র, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম কুমার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নওসাদ আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবুল কাসেম সরকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।
শেষে ৩০০ জন ভ্যানচালকের মাঝে একটি করে রেইনকোট বিতরণ করা হয়।#

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button