গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম মন্ডল (৬৪) নামে এক বাই-সাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সারে ৭ টারদিকে নওগাঁ-রাজশাহী মহা-সড়কের নওগাঁর মান্দা উপজেলার জেলেঘাটি নামক স্থানে। নিহত নুরুল ইসলাম নওগাঁর মহাদেবপুর উপজেলার কচুকুড়ি গ্রামের বাসিন্দা।
স্থানিয়রা জানান, নুরুল ইসলাম মন্ডল শুক্রবার সকালে মেয়ের বাড়িতে খেজুর রস দিতে নিজ বাড়ি থেকে বাই-সাইকেল নিয়ে রওনা দেন। পথে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী সড়কের জেলেঘাটী নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহী বাস নুরুল পেছন থেকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। যাত্রীবাহী বাসের ধাক্কায় দূর্ঘটনাস্থলেই মারাযান তিনি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছেন এমন খবর পেয়ে পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছালেও পুলিশ পৌছার পূর্বেই নিহতের স্বজনরা মৃতদেহ মহাদেবপুর উপজেলায় বাড়িতে নিয়ে যান এবং নিহতের পরিবার বা স্বজনরা কেউ কোন অভিযোগ করেননি।