গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বজ্রপাতে নাঈম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নাঈম ওই গ্রামের ইয়াছিন আলীর ছেলে।
জানা গেছে, সকালে ভারী বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে গরু আনতে যায় নাঈম। এ সময় বজ্রপাতে শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দার ভারশোঁ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান সুমন তথ্যটি নিশ্চিত করেন এবং মৃতের আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।