
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর মান্দায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো, কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ হোসেন (৩) ও মাছুম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (৩)।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ হোসেনের বাবা রাব্বি জোয়াদ্দার জানান, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্দেহের বশে বাড়ির পাশে আবদুর রহমানের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের লাশ উদ্ধার করা হয়।
গ্রামের হজরত আলী বলেন, ছাগলের পাতা কাটার জন্য ওই পুকুরপাড়ের একটি গাছে ওঠেন। এ সময় পুকুরে পানিতে শিশুদের পায়ের স্যান্ডেল ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। পরে পুকুর থেকে শিশুদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্দেহজনক কিছু না থাকায় শিশু দুটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।