sliderস্থানীয়

মান্দায় নিহত বিএনপিকর্মীর পরিবারকে জামায়াতের অনুদান প্রদান

আল আমিন স্বাধীন,মান্দা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত বিএনপিকর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে অনুদানের এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১১আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক মো. রাসেলের (১৫) পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button