sliderস্থানীয়

মান্দায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবকের মৃত্যু

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের কাঠের বাটাম লাঠির আঘাতে এক সন্তানের জনক সাদেকুল ইসলাম ছোটন (২৬) নামে এক যুবকের মৃত্যুতে হত্যামামলা দায়ের করা হয়েছে।

নিহতের বাবা আব্দুর রাজ্জাক সোমবার অভিযুক্ত সাগর হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে হত্যামামলা করেন। ঘটনাটি উপজেলার মান্দা সদর ইউনিয়নের বাদলঘাটা গ্রামের।

নিহত সাদেকুল ইসলাম ছোটন বাদলঘাটা গ্রামের চা বিক্রেতা আব্দুর রাজ্জাকের ছেলে। রবিবার রাত ২টা ৩০ মিনিটের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি। অপরদিকে অভিযুক্ত সাগর হোসেন (৩০) একই গ্রামের হযরতুল্যাহ মন্ডলের ছেলে। ঘটনার পর থেকে সাগরের বাড়ির সবাই পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, এঘটনায় নিহতের বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি হত্যামামলা করেছেন। অভিযুক্ত সাগরকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button