slider

মান্দায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে চালক নিহত

গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৩৭) নামে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে জেলার মান্দা উপজেলার ফেরিঘাট-নিয়ামতপুর আঞ্চলিক সড়কের ফেরিঘাট ট্রাক ষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাক্টর চালক আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার হাজীর আমবাগান এলাকার তাহের উদ্দিনের ছেলে এবং তিনি নওগাঁর ইথেন এন্টারপ্রাইজের ট্রাক্টর চালাতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ থেকে ট্রাক্টরে ডোমার বালি বোঝাই করে নিয়ামতপুর উপজেলার রাধানগর এলাকায় যাচ্ছিলেন। পথে টাক্টরটি মান্দা (ফেরিঘাট) -নিয়ামতপুর সড়কে চালু অবস্থায় রেখে চালক রাস্তার পাশে প্রস্রাব করার জন্য যায়। এরপর ফিরে এসে দেখেন যে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে ট্রাক্টরটি আটকাতে গিয়ে টাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button