sliderস্থানীয়

মান্দায় বিএনপির আলোচনা সভা

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই বাজার এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় তেঁতুলিয়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় ও তেঁতুলিয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোকলেছুর রহমান মকে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসাইন, কৃষক দলের সদস্য সচিব এজানুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ এবং ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেহ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Back to top button