
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “সাংস্কৃতিক চর্চা করি,বহুত্ববাদী সমাজ গড়ি” এ-ই স্লোগান নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজন গত ২৪-২৫ অক্টোবর ২০২৩ একাডেমির সেমিনার কক্ষে সকাল থেকে বিকেল পর্যন্ত জেন্ডার ও সাংস্কৃতিক বৈচিত্র্য সুরক্ষাসহ বহুত্ববাদী সমাজ বিনির্মানে নাট্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তারের সভাপতিত্বে বারসিক প্রকল্প সহায়ক ঋতু রবি দাসের সঞ্চালনায় কর্মসূচির ধারনা পাঠ করেন মো.নজরুল ইসলাম। সেশন ভিত্তিক আলোচনায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো সাকিল আহমেদ সনেট। সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য করেন মানিকগঞ্জে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় প্রমুখ।
বক্তারা বলেন নাটক সাহিত্যের অন্যতম অংশ। নাটক মানুষকে জাগ্রত করে। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলা নাটকের মাধ্যমে মানুষ মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা বাস্তবায়নের কাজকে জাগিয়ে তুলতে সাহায্য করেছে। এখন প্রযুক্তির এই সমাজেও এক ধরনের বন্ধাত্বতা চলছে এবং মৌলবাদের বিষবৃক্ষ উপরে ফেলতে নাটকই প্রধান নিয়ামকের ভুমিকাটি পালন করতে পারে।