মানিকগঞ্জ প্রতিনিধি: সম্প্রতি ওসমানী মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ স্কাউটস্ এর চিফ স্কাউট মোঃ সাহাবুদ্দিন এর উপস্থিতিতে বাংলাদেশ স্কাউটস এর ৫২তম ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ১৩২৩ জন কে বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। তার মধ্যে মানিকগঞ্জ ওপেন ও সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপ থেকে 8 জন বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রাপ্ত হন। মানিকগঞ্জ জেলার রোভারের সহকারী কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) ও সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া শাহীন ‘বার টু দি মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড’, মানিকগঞ্জ জেলা রোভারের সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও মানিকগঞ্জ ওপেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ ফয়সল মোরশেদ অরিন ‘মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড’,
মানিকগঞ্জ জেলা রোভারের সাবেক সিনিয়র রোভার মেট প্রতিনিধি ও সৃজন ওপেন গার্ল-ইন-রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার মাকসুদা খানম তৃষ্ণা ‘ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড’ ও সৃজন ওপেন রোভার স্কাউট গ্রুপের রোভার মেট মুরসালিন সায়াদাদ ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন করেন।