sliderস্থানীয়

মানিকগঞ্জে আবাসিক হোটেল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মাহাবুব আলম তুষার, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাত এক মাঝ বরসী নারীর মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

এর আগে, গতকাল রবিবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রি যাপন করতে ওঠেন তারা। রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৯ টায় রুম পরিষ্কারের জন্য রুমে গেলে রুমের দরজা ভিতর থেকে চাপানো পাওয়া যায়। এরপর মালিকপক্ষকে বিষয়টা অবগত করলে বেলা সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই এবং পুলিশকে জানানো হয়।

দম্পতি পরিচয় আসা দুজনের নাম পরিচয় জানতে চাইলে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্ট্রারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছেন বলে জানান তিনি। রেজিস্ট্রারে উল্লেখ করা হয়, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্তচর এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও নিকাহনামার ফটোকপি।

ঘটনাস্থল পরিদর্শন করে সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, ‘আমরা নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছি। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।’

Related Articles

Leave a Reply

Back to top button