sliderস্থানীয়

মানিকগঞ্জ পৌর মেয়র রমজানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ: দুদকের করা দুর্নীতির মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আজ রোববার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিচারক জয়শ্রী সমাদ্দার এ পরোয়ানা জারি করেন।
দুদকের আইনজীবী আজিজ উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পৌর মেয়র রমজান আলীর বিরুদ্ধে দুদকের দায়ের করা তিনটি মামলা আদালতে বিচারাধীন। রোববার ওই মামলায় হাজির হননি তিনি। বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মেয়রের আইনজীবী এটিএম শাহজাহান জানান, দুদকের মামলায় মেয়র রমজান জামিনে ছিলেন। মেয়র চীনে থাকায় আজ আদালতে হাজির হতে পারেননি। ব্যক্তিগত কাজে বিদেশ থাকায় বিচারক তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মেয়র দেশে আসার পর আদালতে জামিন প্রার্থনা করলে তার জামিন হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button