sliderস্থানীয়

মানিকগঞ্জ জেলা সাংবাদিক সমিতি সভাপতি মানবেন্দ্র,সাধারন সম্পাদক শাহানুর

মানিকগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক সমিতি(বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাহান বিশ্বাসের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংবাদিক সমিতির কোষাধ্যক্ষ অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস।

সভায় আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিনা প্রতিদ্বন্দিকতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে দৈনিক ইত্তেফাক সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী । সাধারন সম্পাদক মোঃ শাহানুর ইসলাম (নয়া দিগন্ত), সহ-সভাপতি আবুল বাশার আব্বাসী (বাংলাদেশের আলো), সহ-সভাপতি শহীদুল ইসলাম সুজন (এটিএন বাংলা),যুগ্ন সম্পাদক মো: আকরাম হোসেন (বাংলাভিশন ও ভোরের ডাক), সহ-সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ), মোঃ ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রিপন (মোহনা টিভি), দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ (দৈনিক দেশের কন্ঠ), কোষাধ্যক্ষ সোহেল হোসেন (ঢাকা পোষ্ট), সমাজ সেবা সম্পাদক শফিকুল ইসলাম সুমন (আজকালের খবর), কার্যকরী সদস্য পদে আলো খান (দৈনিক জনতা), এ বি এম কামরুদ্দিন রেজা (সময়ের আলো)।

সভা শেষে নব-নির্বাচিত কমিটির সকলকে মানিকগঞ্জ প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

Related Articles

Leave a Reply

Back to top button