মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলাকে মাদকমুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছেন জেলার আলেম-ওলামারা। আজ বেলা এগারটার সময় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। মুফতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা শেখ মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, মাওলানা ওবায়দুল্লাহ,মাওলানা আব্দুল মতিন, ছাত্র জনতার প্রতিনিধি রমজান মাহমুদ, ডেরা এলাকার প্রতিনিধ লিটন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, জেলাকে মাদক মুক্ত করতে হবে। জেলার বিভিন্ন স্থানে মাদক সেবন ও বিক্রী হচ্ছে। আবাসিক হোটেলে মাদক সেবনসহ পতিতাবৃত্তি হয়ে থাকে। দেশে যত অপরাধ হয় বেশিরভাগ মাদকসেবীরা করে থাকে।