মানিকগঞ্জ জাতীয় পার্টির মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টি মতবিনিময় সভার আয়োজন করে।
শনিবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি ও দলের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন খান, জেলা কমিটির সহসভাপতি মো. নওয়াব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, ইয়াহিয়া চৌধুরী ইনু, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডা. আজর আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিবালয় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রমজান প্রমুখ।