sliderস্থানীয়

মুন্নু মেডিকেলে বিলের জন্য আটকে রাখল শিশু রোগীকে, অতঃপর মৃত্যু

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার টাকা বিলের জন্য দেড়
বছরের এক শিশু রোগীকে আটকে রাখায় বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তারা এবং হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় বিক্ষোভ করেছে নিহতের স্বজনেরা।
রবিবার (০২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির মৃত্যু হয়।

নিহত শিশুটির স্বজনরা জানান, শনিবার রাত ২ টার দিকে শ্বাসকস্টজনিত কারণে দেড় বছরের শিশু সন্তান রেজুয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কোন রকম চিকিৎসা না দেয়ায় শিশু রেজুয়ানের অবস্থা সংকটাপন্ন হলে রবিবার সকাল ৮টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় শিশু হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। রেফার্ড করলেও ৩ হাজার টাকা বিলের জন্য রোগী ও স্বজনদের আটকে রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। আটকে থাকাবস্থায় কোনরকম চিকিৎসা না পেয়ে বেলা ১২টার দিকে মৃত্যু হয় রেজুয়ানের। এতে স্বজনরা পুলিশকে জানালে পুলিশ ঘটনা স্থলে আসলেও কোন ব্যবস্থা না নেয়ায় বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে পুলিশের সাথেও বাকবিতন্ডা হয় রোগীর স্বজনদের।

এ বিষয়ে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো:জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুকুমার বিশ্বাসএ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন নিহত শিশুর স্বজনদের।

Related Articles

Leave a Reply

Back to top button