মানিকগঞ্জ প্রতিনিধি: ৬৬ লক্ষ টাকার সিগারেট ডাকাতির ঘটনায় ১ জন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার হয়েছে ৩১ লক্ষ টাকা মূল্যের সিগারেট।
বুধবার দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. বশির আহমেদ নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত ডাকাত মোহাম্মদ আলী (৪২) কে তথ্য প্রযুক্তির মাধ্যমে কুমিল্লার দাউদকান্দি থানা থেকে গ্রেফতার করা হয়। এবং তার দেওয়া তথ্যমতে পাশেই ছোট ভাই মামুনের বাড়ি থেকে লুণ্ঠিত ৩১ লক্ষ টাকার সিগারেট উদ্ধার করা হয়। এঘটনায় অন্যান্যদের গ্রেফতার এবং বাকি সিগেরেট উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।