sliderস্থানীয়

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের মানরা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ যাত্রী। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মুঞ্জিগঞ্জের শ্রীনগর উপজেলার ভবরঞ্জন রায়ের স্ত্রী অঞ্জুদে (৩২),বরিশালের গৌরনদী উপজেলার বাটামোড় এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে নজরুল ইসলাম (৪০) এবং একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান বেপারীর ছেলে সুমন বেপারী (২৮)।

গোলড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল জানান, ঈগল পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব-১৪-৯৯৪) ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। দ্রুত গতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি  গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন অন্তত ৩০ যাত্রী।

আহতদের মানিকগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ বাসটি উদ্ধার করে গোলড়া থানায় নিয়ে গেলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button