মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ:”বই পড়ি, আলোকিত জীবন গড়ি” এই স্লোগান কে সামনে রেখে আজ মানিকগঞ্জে পৌরসভার জয়নগর ড.আয়েশা রহমান কালচারাল একাডেমি এন্ড লাইব্রেরি মিলনায়তনে আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের আয়োজনে সকালে মো.নজরুল ইসলাম সম্পাদিত শিল্প-সাহিত্য,রাজনীতি,সংস্কৃতি,প্রতিবেশ ও মননের কাগজ ত্রৈমাসিক শতকথা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি মো.হাবিল উদ্দিন এর সভাপতিত্বে ও জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক এস এম রাব্বির সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ এপিআই এর অধ্যক্ষ ড.প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোন্নাফ খান,প্রফেসর মাইনুদ্দিন আহমেদ,প্রফেসর আনিসুর রহমান,কবি কায়ুম শাহজী, সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, কবি শফিক সেলিম, কবি কল্পনা সুলতানা, শিপ্রা সরকার,মইন বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন প্রত্যেক মানুষের নিজস্ব ভাষায় সৃজনশীলতা রয়েছে। এগুলোকে বিস্তৃত করতে সাহিত্য চর্চার খুবই দরকার। অন্যতম বাহন হলো আবৃত্তি রচনা ও প্রকাশনা। শতকথা’র শতগুণ শতফুল ছড়িয়ে যাক সবখানে।