মানিকগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টাকারী মোয়াজ্জিনের ফাঁসির দাবিতে মানববন্ধন

আমিনুল ইসলাম, মানিকগঞ্জ: মানিকগঞ্জে মক্তবে পড়তে আসা ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টাকারী মসজিদের মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া এবং ঘটনার পর তাকে প্রশয়দানকারী স্থানীয় ইসহাক ও লাভলু মিয়ার শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমআ বান্দুটিয়া (ঘন্টিপাড়া) মদিনা মসজিদ মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন দক্ষিণ সেওতা ও বান্দুটিয়া গ্রামের শত শত মানুষ। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীতে ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের দুই গালে, জুতা মারো তালে তালে’, ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা’ সহ বিভিন্ন স্লোগান দেন স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে বাড়ি ছাড়া করেছে মুয়াজ্জিন আবুল বাশারের পরিবার এবং স্থানীয় লাভলু ও ইসহাক। মানববন্ধনে স্থানীয়রা বলেন, লাভলু ও ইসহাকের প্রশয়ে মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া ও তার পরিবার নানা অপকর্মের সাথে জড়িত। আবুল বাশারের কাছে একজন শিশুও নিরাপদ নয়। মক্তবে পড়তে আসা এক শিশুকে র্ধষণ চেষ্টা করে সে। তার চাচাতো ভাই জুয়েল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জেলা যুবলীগের বিভিন্ন নেতাদের সাথে মিলে ছাত্র-জনতার ওপর রামদা-চাপাতি দিয়ে হামলা চালায়। তারা সবাই আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগ সরকারের সময় তারা বিভিন্ন নেতাদের সাথে মিলেমিশে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। এই লাভলু এবং ইসহাক বর্তমানে বিএনপির কিছু নেতাদের সাথে সখ্যতা তৈরির চেষ্টা করছে এবং বিএনপির সুনাম নষ্ট করার পায়তারা করছে। স্থানীয়রা আরো বলেন, ধর্ষণ চেষ্টাকারী মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া যেমন অপরাধী, তাকে প্রশয়দানকারী লাভলু ও ইসহাকও সমান অপরাধী। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। মানববন্ধনে শাহাদত হোসেন টিপু, আর্মি সালাম, আরিফুল ইসলাম, আর্মি লাভলু, শাহিনুর রহমান শাহিন, আব্দুল মমিন, দেওয়ানা সেলিম, সজিব, সাগর, মামুন, আরিফ হোসেন, শাহাবুদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
এরআগে, গত বুধবার সকালে মানিকগঞ্জ পৌর এলাকার আলপনা জামে মসজিদের মক্তবে পড়তে আসা এক শিূকে ধর্ষণ চেষ্টা করে মুয়াজ্জিন আবুল বাশার ভূঁইয়া। পরদিন বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শারমিন তামান্না জানান, এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।