মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শহীদ রফিক স্মৃতি ক্রিকেট” টুর্নামেন্ট শুরু হয়েছে। শহরের ৮৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মো: বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ট্রাস্টিজ ও এনপিআই এর পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক হোসেন, মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আসাদুজ্জামান দোলন উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলেশ্বরী হাউজিং লি. এর চেয়ারম্যান কামরুদ্দিন আহমেদ জাকির।