sliderস্থানীয়

মানিকগঞ্জে শহীদের রক্তের রংতুলিতে আল্পনা ছোঁয়ায় একুশে উদযাপন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “আমার মাটি আমার ভাষা,হারিয়ে যেতে দিব না” আজ মানিকগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে শহীদ রফিক চত্বরে একুশের প্রথম প্রহর থেকে কাক ডাকা ভোর পর্যন্ত শহীদের রক্তের রংতুলি হাতে নিয়ে উদীচী, খেলাঘর, ছাত্র ইউনিয়নসহ প্রগতির সৈনিকেরা আল্পনা ছোঁয়ায় নানা বৈচিত্র্যে একুশের চিত্রপট অঙ্কন, সাংস্কৃতিক জাগরণ ও আলোচনা সভার আয়োজন করেন।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি বাঁচিক শিল্পী মোস্তাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে ও সংগঠনের সহ সাধারণ সম্পাদক কমরেড আরশেদ আলী মাস্টার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম সুইট।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমরেড মিজানুর রহমান হযরত, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরোয়ার রহমান, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ,উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি কমরেড মুজিবুর রহমান মাস্টার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শ্রীমতী লক্ষী চ্যাটার্জী, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ সাবিসের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুক প্রমুখ।

বক্তারা বলেন বাঙালি জাতি ইতিহাস বিনির্মানের জাতি নিজস্ব ভাষা সংরক্ষণের জন্য জীবন দিয়ে স্বাধীনতার বীজ বপন করে দ্রুত সময়ের মধ্যে স্বাধিকার আন্দোলনে বিজয় অর্জন করেছে। কিন্তু দুঃখজনক হলেও ভাষা ও স্বাধীনতার অর্জিত ফসল স্বাধীনতাকামীদের হাতেই বিনষ্ট ও ভূলন্ঠিত হচ্ছে। এভাবে চেতনা থেকে বিচ্যুতি হলে হায়েনার দল আবার দখলে নিবে এই বাংলা। সাংস্কৃতিক জাগরণই পারে এই কালো আঁধার দূর করে আলোকিত মানুষ গড়তে।

Related Articles

Leave a Reply

Back to top button