মানিকগঞ্জ প্রতিনিধি : রাজধানী ঢাকার হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার রবিউল ইসলামের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের আটিগ্রামের তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে নিহত রবিউল ইসলামের বাড়ির সামনে থেকে শোক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সদর উপজেলার কাটিগ্রাম রবিউলের কবরস্থানে গিয়ে শেষ হয়।
এর পর ফুলের শ্রদ্ধা ও দোয়া করা হয়। রবিউল ইসলামের প্রতিষ্ঠিত বিশেষায়িত স্কুল ব্লুমস স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন, রবিউল ইসলামের মা করিমুননেছা, অতিরিক্ত পুলিশ (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত ও আটিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর এ আলমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা হামলা চালায় এবং বেকারিতে আসা দেশি-বিদেশি অতিথি ও পুলিশের সহকারী কমিশনারসহ হামলায় ২২জন নিহত হন।