
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিঃ মানিকগঞ্জ শাখার উদ্যোগে দুঃস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২০ জানুয়ারী বিকেলে মার্কেন্টাইল ব্যাংক লিঃ মানিকগঞ্জ শাখা কার্যালয়ে প্রায় শতাধিক দুঃস্থ-অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। মার্কেন্টাইল ব্যাংক লিঃ মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক অর্ধেন্দু সেন এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পাওয়ার গ্রিড বাংলাদেশ এর এক্সিকিউটিভ ইন্জিনিয়ার দেওয়ান মোঃ গিয়াস উদ্দিন মাহমুদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) মানিকগঞ্জ এর পরিচালক ড.ইন্জি.মো: ফারুক হোসেন, দৈনিক দেশ প্রতিদিন এর সম্পাদক মোঃ রায়হান উদ্দিন, দৈনিক বাংলাদেশ নিশান পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আক্তার হোসেন মিলন। মার্কেন্টাইল ব্যাংক লিঃ মানিকগঞ্জ এর অফিসার শফিকুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ আরিফুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।