sliderস্থানীয়

মানিকগঞ্জে মাদক বিক্রেতার কারাদণ্ড

মানিকগঞ্জের সিংগাইরে ইয়াবা বিক্রির দায়ে তোতা মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল ৪টার দিকে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যোবায়ের এ দণ্ডাদেশ দেন। তোতা সিংগাইর উপজেলার চকচন্দহর গ্রামের হাকিম আলী মাতবরের ছেলে।
মানিকগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তোতা মিয়াকে তার নিজ বাড়ি থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে তাৎক্ষনিক সিংগাইর উপজেলা পরিষদে নিয়ে গেলে সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. যোবায়ের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button