
শুভ মন্ডল: মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ০৬(ছয়) বোতল ফেনসিডিল যাহার সর্বমোট মূল্য অনুমান=৪৮,০০০/-(আটচল্লিশ হাজার) টাকা উদ্ধারসহ ০২জন মাদক কারবারী গ্রেফতার ।
মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানাধীন উত্তর সেওতা সাকিনস্থ উত্তর সেওতা হইতে ওয়ারলেস গেইটগামী কাচা রাস্তার দক্ষিন পাশে জনৈক চিনু দারোগার বসত বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। বোরহান উদ্দিন আহাম্মদ (৫০), পিতা-মৃত ইসলাম উদ্দিন আহাম্মদ, সাং-উত্তর সেওতা, থানা-মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জকে ইং ১০/১০/২০২২ তারিখ ১৬.৫০ ঘটিকায় ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
একই তারিখ অপর একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা কোরে মানিকগঞ্জ জেলার সিংগাইর থানাধীন ধল্লা সাকিনস্থ মানিকগঞ্জ হইতে হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে পনৈক আঃ কাদির এর চায়ের দোকানের সামনে হইতে আসামী ১। মোঃ হেলাল আহম্মেদ (৪৪), পিতা-মৃত আবু তালেব, সাং-নগর সেওতা, পোঃ কমলাপুর, থানা-কুমারখালি, জেলা-কুষ্টিয়া, বর্তমানে সাং-জয়নাবাড়ি(আলমাস উদ্দিন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার, জেলা-ঢাকাকে ইং ১০/১০/২০২২ তারিখ ২১.১০ ঘটিকায় ০৬(ছয়) বোতল ফেনসিডিলসহ আটক করেন।
এক নং আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানান।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।