sliderস্থানীয়

মানিকগঞ্জে ভিন্ন আমেজে পালিত হলো পৌষের নবান্ন উৎসব

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “প্রাকৃতিক কৃষি চর্চা করি,লোকায়ত জ্ঞানে সম্মৃদ্ধ হই” আজ দিনব্যাপী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী রামেশ্বরপট্টি কালিগঙ্গা নদীর পারে ইস্পাহানি পার্বণ ও প্রথম আলো ডটকম এর যৌথ আয়োজনে আবহমান বাংলার চিরায়ত নবান্ন উৎসব পালিত হয়।

উৎসবের উদ্ধোধনী পর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইস্পাহানির মার্কেটিং মো. রাব্বি হাসানের সভাপতিত্ত্বে কর্মসূচির উদ্ভোদন করেন ঘিওর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ শামিম। এসময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হক,অভিনয় শিল্পী মীর সাব্বির,কণ্ঠশিল্পী তসিবাহ, প্রাকৃতিক কৃষির নির্বাহী পরিচালক দেলোয়ার জাহান। স্থানীয়ভাবে আরও উপস্থিত ছিলেন ঘিরর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সুজনের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ক্যাবের সাধারণ সম্পাদক শামসুন্নবী তুলিপ,প্রথম আলো মানিকগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল মোমিন, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাম প্রসাদ দিপু, জয়ীতা নারী মল্লিকা ইয়াসমিন নাট্য নির্মাতা রেজাউল করিম, প্রগতি লেখক সংঘের জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, শিক্ষক মো. চান মিয়া, বারসিক ঘিওর অঞ্চলের সমন্বয়ক সুবীর কুমার সরকার, লাবলু মেম্বর, শাহিনুর রহমান, মো.ফজর আলী, রাজা মিয়া প্রমুখ।

বক্তারা বলেন নবান্নের এই দিনে আমরা গ্রাম বাংলার হাজার বছরের লোকায়ত চর্চার দিকে শ্রদ্ধার সহিত ফিরে দেখতে চাই। আধুনিকতার ছোঁয়ায় আমরা সবকিছুকে হারিয়ে দিতে পারিনা। আমরা নতুন প্রজন্মের কাছে লোকায়ত সংস্কৃতি সংরক্ষণে শপথ নিতে চাই।

Related Articles

Leave a Reply

Back to top button