শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ব্যাবসায়ীদের সাথে গনসংযোগ করলেন জামায়াতের ইসলামী।
শুক্রবার (৯ আগস্ট)বিকেলে মানিকগঞ্জ পৌরসভা জামায়াতের ইসলামীর পৌর আমির হুমায়ুন কবিরের নেতৃত্বে আতঙ্কগ্রস্থ বিভিন্ন ধরনের ব্যবসায়ীদের সাথে এ গণসংযোগ কর্মসূচি পালন করেন।
জানা গেছে, গত ৫ আগস্ট সৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে দুর্বৃত্তরা। এতে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য জামায়াত এ কর্মসূচি পালন করেন।
গণ সংযোগ চলাকালে জামাত নেতা এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন বর্তমান পরিস্থিতিতে কোন কিছু কুচক্রীমহল যেন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখাতে না পারে সেজন্য আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি এবং পাহারা দিচ্ছি। তিনি আরো বলেন,আমরা একটি উন্নয়নশীল সুন্দর বাংলাদেশ চাই,যে বাংলাদেশে কোন চাঁদাবাজি থাকবে না, নৈরাজ্য থাকবে না, মানুষের মধ্যে ধনী গরিবের কোন ভেদাভেদ থাকবে না। প্রত্যেকটি মানব যেন নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন ।