মোমিনুর রহমান,মানিকগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে মানিকগঞ্জ শহরের ব্যবসায়ী ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে গণসংযোগ করেছেন। আজ (বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকা থেকে মানিকগঞ্জ পৌর আমীর হুমায়ুন কবিরের নেতৃত্বে মানিকগঞ্জ শহরের এ কর্মসূচী পালন করেন।
পৌর আমীর বলেন চলমান পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছে অনেকে। বিভিন্ন জায়গার ব্যবসায়ী ও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ে দুর্বিত্তরা আক্রমণ করেছে। এজন্য তিনি এর তীব্র নিন্দা ও দুষিদের চিন্হীত করে শাস্তির দাবি করেন। তিনি বলেন দেশ বাংলাদেশের সকলেই মিলে আমরা একটা পরিবার। তিনি আরো বলেন আমীরে জামায়াতের নির্দেশে সারা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রী শিবিরের নেতাকর্মীরা মন্দির এবং হিন্দুদের বাড়ি ঘড় পাহারা দিচ্ছেন। মানিকগঞ্জ পৌরসভার আমির তাদেরকে আশ্বস্ত করে বলেন, যে কোনো রকম কেউ কোনো চাঁদা চাইলে অথবা কোন হামলার শিকার হলে তাদের অবহিত করার অনুরোধ করেন। তাদের সকলের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌরসভার অফিসের নাম্বার নাম্বার সম্বলিত চীরকুট তুলে দেন।