শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ : মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সম্প্রীতি মিছিল ও সমাবেশ
করেছে বিভিন্ন ধর্মেও শিক্ষার্থীরা।
রবিবার (১১ মার্চ) দুপুর ১২টায় মিছিলটি সরকারি দেবেন্দ্র কলেজ থেকে বের হয়ে মানিকগঞ্জের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে খালপাড় এলাকায় শহীদ রফিক চত্ত্বরে সমাবেশ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এ সম্প্রীতি মিছিল ও সমাবেশে বিভিন্ন ধর্মের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। এ সময় হিন্দু-মুসলিম জনতা, গড়ে তুলো একতা,তুমি কে আমি কে, বাঙ্গালি বাঙ্গালি সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জের সমন্ময়ক বৃন্দ ওমর ফারুক, খাব্বাব হোসেন তোহা, রমজান আলী, হাসান শিকদার,বাবুল হোসেন, মোঃ মোতাচ্ছেন হোসেন অভি, আসিকুর রহমান,সাবিক খান অয়ন, সাগর সূত্রধর প্রমুখ।
বক্তরা বলেন, আমরা রাত-দিন পাহারা দিয়ে যাচ্ছি, ট্র্রাফিরের দায়িত্ব পালন,রাস্তা-ঘাট পরিস্কার,দেয়ালে আলপনা,মন্দির ও হিন্দু সম্পত্তি পাহারা সহ বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি। আমাদের সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বিভিন্ন ভাবে
সহযোগীতা করে যাচ্ছে। আমরা বিভিন্ন এলাকায় হামলার খবরে ছুটে যাচ্ছি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাড়াচ্ছি।তবে যত অভিযোগ আসছে তার বেশির ভাগই গুজব। আমরা অনেক স্থানে গিয়ে ঘটনার কোন সত্যতা পাচ্ছি না। আমরা আইন রক্ষকারী বাহিনীসিভিল প্রশাসন,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,সমাজের বিভিন্ন দায়িত্বলীশ মানুষের সাথে প্রতি মূর্হুতেই যোগাযোগ রাখছি