মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “বই পড়ি,জ্ঞানের আলোতে মুক্তি খুজি” এই স্লোগান কে সামনে রেখে আজ বিকেলে মানিকগঞ্জের পশ্চিম দাশরায় এসডি টাওয়ার চতুর্থ তলায় বেগম রোকেয়া গণ পাঠাগারে মাসিক পাঠচক্র ও পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বেগম রোকেয়া গণ পাঠাগারের সংগঠনের চেয়ারম্যন ছাঈদা সুলতানার সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা ও পাঠাগার পরিদর্শন করেন মানিকগঞ্জ সরকারি গণগ্রন্থাগার এর ভারপ্রাপ্ত লাইব্রেরীয়ান হালেমা মুন্নী। পাঠচক্রে আরও অংশগ্রহণ করেন সংগঠনের সহ সভাপতি জয়া রানী সূত্রধর,সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য নীতিশ সাহা, রুনা খানম, বিদগ্ধ পাঠক মো.ইশান মিয়া, রাগিব হাসিন নিনাদ প্রমুখ।
পাঠচক্রে মানিকগঞ্জের কবি সাহিত্যিক ও লেখকদের বই একত্রিত করে একটি কর্ণার করার সিদ্ধান্ত হয়। মো. আজহারুল ইসলাম প্রণীত মানিকগঞ্জের শত মাণিক ও মো. মোশাররফ হোসেন রচিত সুফি সাধক গ্রন্থ্য নিয়ে পাঠচক্রসহ বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে। তরুণ প্রজন্মের মাঝে অন্তত আমরা নিজ জেলার লেখকদের পরিচয় আরও অংশগ্রহণমূলক করার আহবান জানানো হয়।