slider

মানিকগঞ্জে বিশ্ব শব্দ সচেতনতা দিবসে বিধিমালা বাস্তবায়নের প্রত্যয়

মো. নজরুল ইসলাম,মানিকগঞ্জ: শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে আজ মানিকগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মানিকগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম সামিউল আলম কুরসীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার এর পক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইউসুফ আলী। মূল প্রবন্ধ পাঠ করেন মানিকগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক লোভানা জামিল, আরও বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন ডা.মো. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, মানিকগঞ্জ থানার ইনচার্জ মো. কোহিনূর মিয়া,উন্নয়কর্মী মো.নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন সকল স্তরে শব্দ সচেতনতা বৃদ্ধি করতে হবে। শব্দ বিধিমালা ২০০৬ বাস্তবায়নে স্কলিল কলেজের শিক্ষার্থীসহ সরকারী বেসরকারি সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে আইনগতভাবে কঠোর হস্তক্ষেপ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button