মানিকগঞ্জে বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের জন্য ভবন নির্মাণের ঘোষণা জেলা প্রশাসক রেহেনা আকতার

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ : “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পুরণে প্রজন্মের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সকালে মানিকগঞ্জে জেলা প্রশাসন ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের আয়োজনে রালি ও জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রবীণ হিতৈষী সংঘের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামালের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার। বিশেষ আলোচনায় আরও অংশগ্রহণ করেন মানিকগঞ্জের মেয়র মো.রমজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সানোয়ারুল হক, মানিকগঞ্জ প্রেসক্লাবেের সভাপতি গোলাম সারোয়ার ছানু, সুজনের সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন, সাবেক শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খান, পূর্বাশার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, জেলা সমাজ সেবা অফিসার জোয়ার্দার মোহাম্মদ মহিউদ্দিন, প্রফেসর আনিসুর রহমান, প্রফেসর উর্মিলা রায়, এনজিও প্রতিনিধি পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান, বারসিক প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন মানিকগঞ্জে প্রবীণদের নিজস্ব আড্ডা ও বিনোদন কেন্দ্র চাই, সরকারি বেসরকারি সকল সেবাখাতে প্রবীণদের বিশেষ সুবিধা দিতে হবে। প্রবীণ হিতৈষী সংঘের অফিসের জায়গাসহ প্রবীণ অধিকার আইন বাস্তবায়নের দাবি করার প্রেক্ষিতে জেলা প্রশাসক ও মেয়র মহোদয় একবছরের মধ্যে সকল দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।