sliderস্থানীয়

মানিকগঞ্জে বিশ্ব পানি দিবসে নুরানী গঙ্গা নদী খননের আহবান

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: আজ ২৪ মার্চ নুরানী গঙ্গা নদী দূষন,দখলবন্ধ ও খননের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। “শান্তির জন্য পানি” এই প্রতিপাদ্যের আলোকে বেসরকারি উন্নয়ন গবেষনা সংস্থা বারসিক’র সহযোগীতায় বিশ্ব পানি দিবস উপলক্ষে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের চরমগড়া কৃষক কৃষাণি সংগঠন নুরানী গঙ্গা নদী পাড়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

সংগঠনের সহ সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলধারা ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য হোসনেআরা, উপসহকারি কৃষি কর্মকর্তা বাবুল চন্দ্র সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর রহমান, কৃষক শফিউদ্দিন, সদস্য নাসিমা আক্তার,শাহনাজ বেগম,জোহুরা বেগম,লিমা আক্তার,বারসিক কর্মকর্তা শিমুল বিশ্বাস প্রমুখ। এছাড়ারও সংঠনের প্রায় ৫০ জন কৃষক কৃষাণি মানবন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে হোসনেআরা বলেন,নূরানী গঙ্গা নদীটি একটি ঐতিহাসিক নদী। এই নদীটি আমাদের স্বাধীনতা যুদ্ধের সাক্ষ্য বহন করে। ১৯৭১ সালে ঐতিহাসিক গোলাইডাঙ্গা যুদ্ধে এই নদীতে ৮১ জন পাকিস্থানী সেনা নিহত হয়। আমি এই নদী খননের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের স্মৃতি সংরক্ষনের জন্য জোর দাবি জানাই। উপ সহকারি কৃষি কর্মকর্তা বাবুল চন্দ্র বলেন,পানি ব্যবহারে আমাদের সচেতন হতে হবে। পানি আমাদের জীবনের উৎস। জলবায়ু পরিবর্তন জনিত কারনে মিঠা পানির অঞ্চলও লবনাক্তা দেখা দিচ্ছে। আমাদের অঞ্চলে যেন লবনাক্ততা তৈরি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। আমাদের জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় আমাদের পানির সুষ্ঠ ব্যাবহার নিশ্চিত করতে হবে। রফিকুল ইসলাম বলেন, নুরানী গঙ্গা নদীটি আগে সচল ছিল । কৃষি ও সেচ কাজে এই নদীর পানিই ব্যবহার হতো। কিন্তুু এখন বর্ষা ছাড়া নদীতে পানি থাকে না। নদী ভরাট হয়ে যাওয়ায় কৃষি জমিতে পানি আসে না । বাধ্য হয়েই আমাদের মাটির নিচের পানি ব্যবহার করতে হয় । নদীটি খনন করে পানির প্রবাহ নিশ্চিত হলে মাটির নিচের পানির উপর চাপ কমে আসবে। তাই নদীটি খনন করা খুব জুরুরী বলে আমরা মনে করি। লিমা আক্তার বলেন, নারীদের স্বাস্থ্য রক্ষায় নিরাপদ পানি খুবই গুরুত্বপূর্ন। বাড়িতে নিরাপদ পানির অভাবে নারীর স্বাস্থ্যে নানা ধরনের রোগ বৃদ্ধি পায়। তাছাড়া নদী নালার পানিও নিরাপদ না হওয়ার গোছলের মাধ্যমে নারীর শরীরে প্রবেশ করছে নানা ধরনের পানি বাহিত রোগ।এর মুূল কারন হচ্ছে জমিতে অতিমাত্রায় রাসায়নিক সার,কীটনাশক এর ব্যবহার বৃদ্ধি। নারীর স্বাস্থ্য রক্ষায় আমরা নিরাপদ পানি চাই। বারসিক কর্মকর্তা শিমুল বিশ্বাস বলেন, ভূগর্ভস্থ পানি অধিক উত্তোলনের কারনে প্রাকৃতিক পানি সম্পদের উপর চাপ বাড়ছে। আমাদের অতিমাত্রায় ভুগর্ভস্থ পানির ব্যবহার এর উপর চাপ কমাতে হবে। পানির সুষ্ঠ্য ব্যবাহরে আমাদের জন সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি পানির প্রাকৃতিক উৎস সংরক্ষনে উদ্যোগী হতে হতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button