মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা,অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মতো বাংলাদেশের মানিকগঞ্জ জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর এর আয়োজন বিশ্ব পরিবেশ দিবসে রালী, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক( সাবিক) মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান, পরিবেশ অধিদপ্তর এর উপপরিচালক ড. মো. ইউসুফ আলী। প্রবন্ধ পাঠ করেন বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. রফিকুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক। কর্মসূচি শেষে সচেতনতামূলক ভিডিও ডকুমেন্টস প্রদর্শন করেন মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শুক্লা সরকার প্রমুখ।
বক্তারা বলেন বৈশ্বিক উষ্ণয়ন ও মরুময়তা রুখতে হলে কার্বন নিঃসরণ হ্রাস করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যাবহার ও চর্চা বৃদ্ধি করতে হবে। প্লাস্টিক বর্জ্য ত্যাগ করে পাটের ব্যাগসহ লোকজ পন্য সামগ্রির ব্যাবহার বৃদ্ধি করতে হবে।