slider

মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আবৃত্তি ও আলোচনা সভা

মো.নজরুল ইসলাম,মানিকগঞ্জ: “আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে,সকল অহংকার ডুবাই দুই নয়নের জলে”
আজ মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে বিকেলে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৩ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সহসভাপতি কবি আতোয়ার রহমান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাঘর আসর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো ও লেখক গবেষক মো. মোশাররফ হোসেন। আবৃত্তি করেন কবি জাকির হোসেন, কবি কল্পনা সুলতানা, কবি তানিয়া আফরোজ, কবি সৈয়দা রেহেনা পারভিন। গান করেন কবি রাজিয়া সুলতানা, মেহেরিমা আফরোজ রিপ্ত। এছাড়াও আরও আলোচনায় অংশগ্রহণ করেন ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড মুজিবুর রহমান মাস্টার, ডাঃ ভজন কৃষ্ণ বনিক।

বক্তারা বলেন আমরা বহুমুখীন প্রতিভার উদাহরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বেশি বেশি চর্চা করি তবেই অসাম্প্রদায়িক শোষণ মুক্ত সামাজিক মালিকানার সমাজ বিনির্মানেরর পথে এগিয়ে নিতে পারবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button