sliderস্থানীয়

মানিকগঞ্জে বিএনপি ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া,গুলি, আটক ৫

মানিকগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী বিএনপির ডাকা তিনদিনের সর্বাত্মক অবরোধের প্রথমদিন সকালে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করতে গেলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এছাড়াও পুলিশ মিছিল থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে আটক করেছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পৌর এলাকার মানরা নামক এলাকায় বিএনপির একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে উঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়লে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

এসময় মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ সভাপতি এ্যাড. আজাদ হোসেন খান, মানিকগঞ্জ পৌর সভাপতি নাসির উদ্দীন আহমেদ যাদু,পৌর বিএনপি নেতা আরিফ হোসেনসহ ৫জনকে পুলিশ আটক করেছে।

মানিকগঞ্জ থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন,বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে উঠতে গেলে বাধা দেয়া হয়। এ সময় তারা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করলে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button