শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
মামলায় পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোনায়েম খান ও জাগীর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তপু আহমেদ মামুনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিকে আদালতে পাঠায় কোর্ট পুলিশ। এর আগে সকালে রাজধানীর আদাবর থানা এলাকা থেকে মোনায়েম খানকে এবং বুধবার রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ছাত্রলীগ নেতা তপুকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোনায়েম খান মানিকগঞ্জের পোড়রা এলাকার মৃত ওয়ারেস আলী খানের ছেলে। অপরদিকে, ছাত্রলীগ নেতা তপু আহমেদ মামুন মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের ঠাটাঙ্গা গ্রামের মো. মোশারফ হোসেনের ছেলে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ মামলায় এজাহারভুক্ত আসামী মোনায়েম খান ও ছাত্রলীগ নেতা তপুকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।