sliderস্থানীয়

মানিকগঞ্জে বিএনপির পদযাত্রায় পুলিশের বাধা

রাস্তার মধ্যেই প্রতিবাদ সমাবেশ অুনষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে মানিকগঞ্জে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে পুলিশি বাধার মুখে রাস্তার মধ্যেই প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা রাস্তার মধ্যেই বসে পড়েন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

শনিবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা শহরের বেউথা কালিগঙ্গা সেতুর দক্ষিণ পাশ থেকে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে পদযাত্রাটি শুরু হয়।

পদযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় ওঠে কালিগঙ্গা নদীর পার। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এবং সাধারণ সম্পাদক সম্পাদক এস এ জিন্নাহ কবীর পদযাত্রার মিছিলের সামনে অবস্থান করে নেতৃত্ব দেন।

পদযাত্রাটি জেলা শহরে প্রবেশ করতে গেলে এলজিডি ভবনের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাক-বিতণ্ডার একপর্যায়ে দলীয় নেতাকর্মীরা সেখানে বসে পড়েন এবং সেখানেই জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আফরোজা খান রিতা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশ বাধা দিয়েছে। বাধা দিয়ে আমাদের আন্দোলন সংগ্রাম থামাতে পারবে না। যত বাধা আসবে আন্দোলন আরো বেগবান হবে। ভোটার অধিকার হরণকারী এই নিশি রাতের সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। বর্তমান নির্বাচন কমিশনের পুনঃবিন্যাস এবং নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার অধীনে আমরা নির্বাচন চাই। নিশি রাতের এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। হাসিনার অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। এটা দিনের আলোর মতো সত্য।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ কবীর জিন্নাহ, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়সার প্রমুখ। সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, নগর বিএনপির সভাপতি মো: নাসির উদ্দিন যাদুসহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতারা।

Related Articles

Leave a Reply

Back to top button