
মানিকগঞ্জ প্রতিনিধি : দ্রব্যমূলের উর্ধ্বগতি, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে গণমিছিল করেছে মানিকগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠন।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল দশটায় খণ্ড খণ্ড মিছিল এসে জোড়ো হয় মানিকগঞ্জ মডেল হাই স্কুলে।
পরে মিছিলটি শহর প্রদক্ষিণ করতে গেলে জেলা প্রশাসকের বাসভবনের সামনে পুলিশি বাধা সম্মুখীন হয়। পুনরায় মিছিলটি মানিকগঞ্জ মডেল হাই স্কুল এসে জড়ো হয়। মিছিলে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা ও সাধারণ সম্পাদক জিন্নাহ খান।