
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ : “জ্ঞান দক্ষতা ও অবিজ্ঞতায় টেকসই সক্ষমতা বৃদ্ধি পায়” বেসরকারি সংগঠন বারসিকের আয়োজন ও জার্মানী দাতা সংস্থা ওমেন্স ওয়ার্ল্ড ডে অব প্রেয়ার্স জার্মান কমিটির সহযোগিতায় বারসিক বায়রা অঞ্চলের সিংগাইর রিসোর্স সেন্টার মিলনায়তনে সকাল থেকে বিকেল পর্যন্ত কর্মসূচী রি-অরিয়েন্টেশন ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান সহায়কের ভূমিকা পালন করেন বারসিক কনসালটেন্ট আবু রাকিব।
কর্মশালায় সমাপনী সেশনে বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায় এর সভাপতিত্বে ও প্রকল্প কর্মকর্তা মো.নজরুল ইসলামের সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচির প্রতিফলন নিয়ে অংশগ্রহণ মূলক আলোচনায় বক্তৃতা বলেন বারসিক নির্বাহী পরিচালক সুকান্ত সেন, দি সোয়ালজ ইন্ডিয়া-বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শিউলি আক্তার। আরও কথা বলেন বারসিক কর্মকর্তা শিমুল কুমার বিশ্বাস, নিতাই চন্দ্র দাস, মুক্তার হোসেন, রাশেদা আক্তার, শাহিনুর রহমান, রিনা সিকদার, ফিরোজা সরকার, ঋতু রবি দাস, সামায়েল হাসদা প্রমুখ।
দিনব্যাপী কর্মশালায় সহায়ক আবু রাকিব মূলত একজন উন্নয়নকর্মীর সক্ষমতা বৃদ্ধিতে কিভাবে চিন্তার আরও বিকাশ ঘটানো যায় সেই লক্ষ্যে জেন্ডার ভিত্তিক আলোচনা দিয়ে সমাজ সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস তুলে ধরেন। তিনি বাল্য বিবাহ,যৌন হয়রানি, রাগিং, বুলিংসহ যৌতুক পরোকিয়ার মতোন সামাজিক সহিংসতা এবং বিবাহ দেনমোহরের বিষয়ে সচেতনতায় বিশ্লেষণী সেশন দিয়ে কর্মীদের সম্মৃদ্ধ করতে সহায়তা করেন। বক্তারা বলেন মাঠ পর্যায়ের কাজকে টেকসই উন্নয়ন করতে হলে নিয়মিত অবিজ্ঞতা ও অধ্যভাষায় অব্যাহত রাখতে হবে।