
নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও শিবালয় এলাকায় বন্যা দুর্গত পাঁচ হাজার মানুষকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ ব্যক্তিগতভাবে গত দুই দিন ধরে বৃষ্টি উপেক্ষা করে চরাঞ্চলসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরন করেন।
ত্রাণ বিতরনকালে এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগের সহসম্পাদক কাজী সরোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য আতিক রহমান বাচ্চু, ঘিওর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রাহমান হাবিব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান লিল্টু, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, ঘিওর সদর ইউ পি চেয়ারম্যান অহিদুল অহিদুল ইসলাম টুটুলসহ স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি ।
ত্রাণ বিতরনকালে যুবলীগের সাংগঠনিক সম্পাদক এসএম জাহিদ বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে, থাকবে। জীবনের শেষদিন পর্যন্ত আমিও আপনাদের সুখে-দুখে পাশে থাকবো ইনশাল্লাহ।