শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে ডিসি অফিসের পঞ্চিমে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু চত্ত্বর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও নতুন স্বাধীনতা আন্দোলনে শহীদদের স্মুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ী ছাত্র-জনতা এই চত্ত্বরের নাম দিয়েছে স্বাধীনতা চত্ত্বর।
আজ শুক্রবার ভোরেই দেখা যায় ব্যানার লাগিয়ে এ স্থানের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যানারে লেখা রয়েছে ২০২৪ সালের আগষ্ট বিপ্লবের মহানায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী হাসিনা বাহিনীর গুলিতে বীর শহীদ ছাত্র জনতার সম্মানে স্বাধীনতা চত্ত্বর।
জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নির্মিত চমতকার দর্শনীয় এ স্থানে অনেকেই এসে স্বাধীনতা চত্ত্বর লেখা দেখে আনন্দ ও উচ্ছাস প্রকাশ করেছেন।তারা বলছেন,এতো দিন আমরা এ স্থানে আসিনি কারন পতিত স্বৈরাচারের চেহারা দেখতে দেখতে বিরক্ত হয়ে গিয়েছিলাম।এখন নিজেদের কেউ স্বাধীন মনে হচ্ছে।তারা অতি দ্রতি পাথরে খোদাই করা স্বৈরাচার ও তার পরিবারের ছবি মুছে ফেলার দাবী জানান।