sliderস্থানীয়

মানিকগঞ্জে প্রগতি লেখক সংঘের সম্মেলনে সকল স্তরে প্রগতির আলো ছড়িয়ে দেয়ার ডাক

মানিকগঞ্জ প্রতিনিধি : “গাহি সাম্যের গান,মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান” এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার আয়োজনে উদীচী জেলা কার্যালে সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় সংগঠনের সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক কবি জাকির হোসেন এর সঞ্চালনায় কর্মসূচিতে সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন সংগঠনের মো.নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কবি জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় সংসদের কোষাধ্যক্ষ দীনবন্ধু দাশ, বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আজাহারুল ইসলাম আরজু, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, বিশিষ্ট সংগঠক ইকবাল হোসেন কচি, উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের সভাপতি কমরেড মোস্তাফিজুর রহমান মামুন, আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের সহসভাপতি অধ্যাপক মাইনুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক কবি কাইয়ুম শাহজী, কবি জসিম উদ্দিন অতশী, কবি আতোয়ার রহমান, কবি জিন্নাতুন নেসা মৌসুমি, এডওয়ার্ড এস জামান প্রমুখ।
বক্তারা বলেন সমাজ আজ ধর্মীয় সাম্প্রদায়িক সহিংসতা ও অন্ধকারে ধাবিত হচ্ছে। এগুলো প্রতিরোধ করে সমাজকে আলোর দিকে টানতে হলে প্রগতির আলো জ্বালাতে হবে, লিখার মাধ্যমে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে এ আলো জ্বলছে জ্বলবে।।

Related Articles

Back to top button