sliderস্থানীয়

মানিকগঞ্জে পল্লীর কবি আতোয়ার রহমান (৬৩) আর নেই

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই” নিভৃতচারী মানুষ প্রকতির কবি আতোয়ার রহমান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কলাগারিয়া গ্রামের কৃতি সন্তান। পেশায় কাঠমিস্ত্রী হলেও নেশায় ছিলেন আপাদমস্তক লেখক, কবি, গীতিকার ও যাত্রা অভিনয় শিল্পী। সর্বজনের কাছে তিনি একজন কবি হিসেবেই অধিক পরিচিত ছিলেন।

সাংগঠনিকভাবে তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রতিষ্ঠাকাল থেকে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্নাসকাশ রোগের সাথে যুদ্ধ করে আজ সন্ধায় ইহলোকে ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা শাখার সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার, সহসভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও আরও শোক জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, খেলাঘর সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের জেলা সভাপতি মো. হাবিল উদ্দিন,অন্তরঙ্গ সাহিত্য সংঘের কবি পংকজ কুমার পাল, সমাজকর্মী ইকবাল খান ও তাপস কর্মকার প্রমুখ। শুভাশিসরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button